জামাল মোঃ আবু নাছের, মাধবপুর থেকে ॥ মহামারী করোনা পরিস্তিতি মোকাবেলায় বেসরকারি সংস্থা আশার ঋন প্রদান কিংবা আদায় নয়। খাদ্য সমাগ্রীর গাড়ি নিয়ে কর্মকর্তারা ঘুরছে এখন জেলা উপজেলায়। সারা দেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের নিকটও খাদ্য সামগ্রী প্রদান করেছে এ সংস্থাটি। সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা কার্যালয়ের আশার কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূবা নাশতারানের নিকট ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তাস্তর করেন।
এ সময় উপস্তিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, আশার জেলা কর্মকর্তা কামাল হোসেন খান, আঞ্চলিক কর্মকর্তা আব্দুল হাকিম, নাজমুল আলম ও মাধবপুর শাখার ব্যবস্থাপক মিতুন কান্তি দেবসহ অন্যানরা। আশার কর্মকর্তারা জানান মানবতার ডাকে আশা সব সময় দূর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাড়ায়।