বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার হাওরে কৃষি শ্রমিকদেরকে উৎসাহিত করার জন্য কৃষি শ্রমিকদের জন্য প্রনোদনার ঘোষনা দেওয়া হয়েছিল। সেই ঘোষনার বাস্তবায়ন চলছে বর্তমানে। উপজেলার দূর্গম হাওর বেষ্টিত তিনটি ইউনিয়ন ৬নং কাগাপাশা, ১৪নং মুরাদপুর ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে ত্রাণ ও তরল দুধ বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার দূর্গম ৬নং কাগাপাশা ইউনিয়ন, ১৪নং মুরাদপুর ইউনিয়ন ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের ১শ ৭৫জন কৃষি শ্রমিকদেরকে প্রনোদনার ত্রাণ ও অর্ধশতাধিক শিশুদের মাঝে গুড়ো দুধ বিতরণ করা হয়। দুটি ইউনিয়নের পৃথক পৃথক স্থানে ত্রাণ ও গুড়ো দুধ বিতরণ করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোতাহের হোসেন, ফজলুর রহমান, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান চৌধুরী প্রমূখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।