![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/04/Khokon_Baniyachong-Pic-25.04..jpg)
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। ২৫ এপ্রিল শনিবার দুপুরে বানিয়াচং উপজেলার বড়বাজার ও আদর্শবাজার এলাকায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময়ে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতিত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ০২ টি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে সরকারি আদেশ না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় খোর্শেদ আলম ১ হাজার, বেলাল মিয়া ১ হাজার, এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মুঘল উল্লাকে ২ হাজার, অলিউর রহমান ২ হাজার, নবিউল ২ হাজার ও মাহিউর রহমান কে ৫ শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান বলেন, সামগ্রিকভাবে বাজারে পন্য সরবরাহ স্বাভাবিক রয়েছে, তাই দ্রব্যমূল্যও সহনীয় পর্যায়ে রয়েছে। নিজের এবং দশের ভবিষ্যতের কথা বিবেচনা করে সবাই নিরাপদে গৃহে অবস্থান করুন। সকলের সতর্ক অবস্থানই পারে দেশকে নিরাপদ রাখতে।
মোবাইল কোর্টে এস আই সালাম এর নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।