স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে মসলায় বালু ও ধানের কুড়া মিশ্রনের দায়ে এক ব্যবাসয়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন ওই উপজেলার পুটিজুরী ইউনিয়নের আহমেদপুর গ্রামের মৃত হীরা আহমেদের ছেলে জোনায়েদ আহমেদ। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা তালুকদার।
তিনি জানান, মঙ্গলবার ত্রাণ বিতরণে যান তিনি। এ সময় একটি মসলার মিল দেখতে পেয়ে সেখানে যান। মিলে গিয়ে লোমহর্ষক অনেক চিত্র চোখে পড়ে। মসলার গুড়ার সাথে বালু ও ধানের কুড়া মিশিয়ে পরিমাণ বাড়ানো হচ্ছে। এমন অবস্থা দেখাতে পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪৩ ও ৪৪ ধারায় ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।