স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন স্কুল থেকে ১৯৯৯ সালে এসএসসি পরিক্ষায় অংশ নেওয়া বন্ধুদের উদ্যোগে হবিগঞ্জ শহর এবং আশপাশের গ্রামগুলোতে উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিতরণ অব্যাহত রয়েছে। গত ৪ এপ্রিল তারা প্রশাসনের সহযোগিতায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে, প্রয়োজনীয় সুরক্ষা উপকরণ ব্যবহারের মাধ্যমে ১২৩টি পরিবারে ৪/৫ জন সদস্য প্রায় এক সপ্তাহ চলার মত খাদ্যসামগ্রি উপহার হিসেবে বিতরণ করেন। পরবর্তীতে ঝুঁকি আরও এড়ানোর জন্য গত ৯ এপ্রিল তাদের হবিগঞ্জে অবস্থানরত ১৫ জন বন্ধু নিজেরা ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আরও ২০০টি পরিবারে সমপরিমাণ খাদ্যসামগ্রি উপহার হিসেবে পৌঁছে দেন। দেশে বিদেশে অবস্থানরত বন্ধুদের প্রস্তাবিত তালিকা থেকে অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুতিতে তারা স্থানীয় প্রশাসন এবং সাংবাদিকদের সহযোগিতা নিচ্ছেন বলে উল্লেখ করেন।
তাদের প্রতিনিধিরা জানান, প্রথমিকভাবে হবিগঞ্জের ’৯৯ ব্যাচের বন্ধুরা উদ্যোগ নিলেও তাদের আরও পরিচিতজন, আত্মীয়-স্বজনরাও এ ব্যাপারে এগিয়ে এসেছেন এবং সকলের সহযোগিতায় তাদের কর্মসূচী ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা আরও বলেন, বর্তমান করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিপুল সংখ্যক মানুষ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখিন হয়েছেন এবং হবেন। এই সঙ্কট মোকাবেলায় সকলকেই যার যার অবস্থান থেকে নিজেদের সাধ্যমত এগিয়ে আসা উচিত।