![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/04/Haris_received_204376457652960.jpeg)
এফ আর হারিছ, বাহুবল থেকেঃ করোনা ভাইরাস প্রতিরোধ করতে সকলেই নিজ নিজ ঘরে অবস্থান করছেন। কিন্তু এতে করে দিন আনে দিন খায়, রিক্সা চালক কিংবা নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। তারা দিনাতিপাত করছেন দুঃখ-দুর্দশায়। এ অবস্থায় বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের প্রবাসে অবস্থানরত প্রবাসিরা স্বদেশের মানুষের ভালোবাসায় এগিয়ে আসলেন, এবং প্রবাসি স্বদেশ উন্নয়ন ফোরামের ব্যানারে অসহায়, খেটে খাওয়া আর হত দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণের ব্যাবস্থা করলেন। পুটিজুরী যাদবপুর গ্রামের কুয়েত প্রবাসি শেখ মুকিদ মিয়া’র উদ্যোগে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত এলাকার প্রবাসিদের সাথে যোগাযোগ করে একটি ফান্ড গঠন করা হয়, এবং স্বতঃস্ফুর্ত ভাবে এ ফান্ডে প্রবাসিরা তাদের যার যার অবস্থান থেকে সাধ্যমত আর্থিক সহযোগীতা করতে থাকেন। তাদের মধ্যে গ্রীক প্রবাসি জুয়েল আহমেদ ( জুসেল), কাতার প্রবাসি তোফায়েল আহমেদ, ইংল্যান্ড প্রবাসি শাহ মতিউর রহমান রাজু সহ পুটিজুরী ইউনিয়নের সকল প্রবাসিরা দেশের মানুষের মায়ায় লিরলস চেষ্টা অব্যাহত রাখেন। পরে দেশে অবস্থানরত কুমেদপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসি শাহ ওয়াহিদুর রহমান নিপু, সাংবাদিক এফ আর হারিছ, পুটিজুরী ইসলামীয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি হোসাইন আহমেদ, শেখ সোহেল আহমেদ, ওয়ার্ড মেম্বার শেখ জসিম মিয়া, হাজী আবুল কালাম সহ এলাকার তরুন- যুবক ও বিশিষ্ট কয়েকজন মুরুব্বি সহ পুটিজুরী এলাকার গ্রামগুলোতে গিয়ে অসহায় পরিবারগুলোর ঘরের দরজায় খাদ্য সামগ্রী পৌচে দেন। এ কার্যক্রমটা দেখে গরীব মানুষরা খুশিতে আত্মহারা হয়ে যায়। গত রবিবার সকাল ১০ টা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত এভাবে রবি – সোম দুই দিন ধরে পুটিজুরীর বিভিন্ন গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ বিতরণে প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও একটি সাবান প্রদান করা হয়।
এবিষয়ে প্রবাসি উদ্যোক্তাদের সাথে আলাপ করলে তারা জানান, দেশের এই ক্রান্তিলগ্নে যারা দিন আনে দিন খায় এমন পরিবারের ঘরে ঘরে গিয়ে খাবার বিতরনের চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। কারণ এখনই যাদের খাবার প্রয়োজন তাদেরকেই বেছে বেছে আমরা সাধ্যমত খাবার বিতরনের চেষ্টা করছি। আর আমাদের অনুরোধ- আমাদের মত সারা দেশের প্রবাসিরা যদি যার যার অবস্থান থেকে দেশের অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত একটু প্রসারিত করেন, তাহলে এই দুর্যোগ মুহুর্তে কেটে খাওয়া মানুষগুলো অনেক উপকৃত হবে।