চুনারুঘাট প্রতিনিধি ॥ পুলিশের গাড়ির হুইসেল কিংবা সেনাবাহিনীর গাড়ির শব্দ শুনলেই টাস টাস পড়ে যায় দোকানের সার্টার। আবার পুলিশ কিংবা সেনাবাহিনী চলে গেলেই উঠে পড়ে দোকানগুলোর সার্টার। সকাল সন্ধ্যা এভাবেই চলছে চুনারুঘাট শহরের অনেক দোকানপাট। প্রশাসনের নির্দেশ মেনে শহরের ফার্মেসী ও কাচা বাজার ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকার কথা। কিন্তু চুনারুঘাট শহরে উত্তর বাজার, দক্ষিন বাজার. বাল্লা রোড, মধ্য বাজার ও সতং রোডে অসংখ্য দোকান একটি সার্টার খূলে ব্যবসা করছে। কোন কোন দোকান অর্ধেক সার্টার খুলেই সারাদিন চালাচ্ছে ব্যবসা। মাঝে মাঝে পুলিশের গাড়ির হুইসেল কিংবা সেনাবাহিনী গাড়ির শব্দ পেলেই টাস টাস করে করে বন্ধ হয়ে যায় দোকানের সার্টার। পুলিশ কিংবা সেনাবাহিনী গেলেই পুনরায় তারা খুলে দেন দোকানের সার্টার। এসব ব্যবসায়ী করোনাকে ভয় করে না, ভয় করছে পুলিশ ও সেনাবাহিনীকে। অনেকেই বলছেন, চুনারুঘাটের ব্যবসায়ীরা করোনাকে ভয় করে না, তারা দোকান খুলে রেখে ব্যবসা চালাচ্ছে। তারা পুলিশ কিংবা সেনাবাহিনীকে ফাকিঁ দিচ্ছে না, ফাকি দিচ্ছে নিজের কপালকে। কারণ তারাই চুনারুঘাটে বয়ে আনতে পারে করোনা ভাইরাস। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দোকানীদের নানা বকাঝকা করছেন, অনেকেই তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।