স্টাফ রিপোর্টার ॥ মানবতার আন্দোলনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সাগর আহমেদ শামীম। তিনি বলেন, সময় এসেছে এখনই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি ভেদাভেদ ভুলে গিয়ে জরুরি ভিত্তিতে নিজ নিজ এলাকায় সামাজিক সংগঠন কিংবা ক্লাব গঠন করে অসহায় দিনমজুর মানুষদের পাশে দাঁড়াতে হবে। যতদিন লকডাউন চলবে ততদিন যাতে অসহায় দিনমজুর মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা যায় সরকারের পাশাপাশি সচ্ছল মানুষদেরকেও এগিয়ে আসতে হবে। তবে অবশ্যই সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজগুলো করতে হবে। যেহেতু অবাধ চলাচলের উপর সরকারের নিষেধাজ্ঞা আছে সেহেতু নিজ নিজ এলাকায় দরিদ্র মানুষদের তালিকা তৈরি করে কাজ করতে হবে। বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এ কাজ করা যেতে পারে। স্থানীয় কাউন্সিলরদের কাছ থেকে অসহায় দরিদ্র মানুষের তালিকা করে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে। তবে এক্ষেত্রে একটা বিষয় বেশি খেয়াল রাখতে হবে যেন একই ব্যক্তি বার বার সহযোগিতা পাবে আর এমন অনেকে আছেন যারা একবারও কোন সহযোগিতা পাচ্ছেন না।
হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল ও তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আয়ারল্যান্ড প্রবাসী সাগর আহমেদ শামীম এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ^াস দিয়েছেন। একজন প্রবাসী হিসেবে দরিদ্র জনগোষ্টির জন্য যা করতে হয় তিনি করবেন। এ ব্যাপারে তিনি জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। প্রয়োজনে তার সাথে ইমেইল, হোয়াটসআপ কিংবা ইমুতে যোগাযোগ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন। সাগর আহমেদ শামীমের সাথে যোগাযোগের ইমেইল এড্রেস shagorahmedshamim@gmail.com অথবা হোয়াটসআপ/ইমু নাম্বার 00353894457489। এসএমএস অথবা সরাসরি যোগাযোগ করা যাবে।