কাজী মাহমুদুল হক সুজন ॥ বাহুবলে সামাজিক দুরত্ব বজায়,নিজ নিজ ঘরে অবস্থান, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে ও দ্রব্য সামগ্রী নির্ধারিত মূল্য রাখতে সেনাবাহিনী সতর্ক করে দিয়ে মাইকিং করেছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ¯িœগ্ধা তালুকদারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এ আহব্বান জানায়। তাছাড়া উপজেলা বিভিন্ন বাজার ঘুরলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পান কিছু অসাধু ব্যাবসায়ী নিত্য প্রয়োজনীয় জনিসপত্রের দাম বেশী রাখছে ও কোন মুল্য তালিকা নেই এসময় তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলার বিভিন্ন বাজার থেকে জরিমানা আদায় করা হয়। উপজেলার মিরপুর বাজার, মহাশয়বাজার, সাটিয়াজুরী বাজার, নতুন বাজার, রশিদপুরবাজার, নন্দনপুর বাজারসহ বেশ কয়েকটি বাজারে মাইকিং ও অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেল রিছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ প্রতিনিধিকে মোবাইল ফোনে জানান, যেখানেই অভিযোগ সেখানেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।