স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে আকস্মিক ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে কাচাঘর, বোরো ফসল, আমের মুকুল, সবজি ও নার্সারীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ো হাওয়ায় অনেক গাছ-গাছালী ভেঙ্গে ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার পনে ৩টার দিকে ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি শুরু হয়। প্রায় ৩০ মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে এ ক্ষতিসাধিত হয়। এতে উপজেলার মাধবপুর পৌরসভা, আদাঐর, আন্দিউড়া, জগদীশপুর, নোয়াপাড়া, শাহজাহানপুর ও ছাতিয়াইন ইউনিয়নে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। গোয়াছনগর গ্রামের কৃষক শাহজাহান জানান এতো বড় শিল আমার জীবনেও দেখিনি। এ শিলে ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়েছে। তা ছাড়া ঝড়ো হাওয়ায় পল্লী বিদুৎতের খুটি ভেঙ্গে যাওয়ায় এ সংবাদ লিখা পর্যন্ত সমগ্র উপজেলা বিদুৎবিহীন রয়েছে। এ ব্যাপারে স্থানীয় কৃষি অফিসার এর সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও উনাকে পাওয়া যায়নি।