স্টাছফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচারণা শুরু হয়েছে। ২৮ মার্চ শনিবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার ও ক্যাপটেন গালিবের নেতৃত্বে একদল সেনা সদস্য বানিয়াচঙ্গের বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কে টহল দিতে দেখা যায়। এসময় বিশেষ প্রয়োজন ব্যতীত লোকজনদের বাইরে বের না হওয়াসহ হোম কোয়ারেন্টাইন মেনে চলার অনুরোধ জানানো হয়। সামাজিক সচেতনতার লক্ষ্যে পায়ে হেটে মাইকিং করে নোবেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচারাভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, সার্জেন্ট মনির, সার্জেন্ট রেজাউল, ওয়ারেন্ট অফিসার জামান, বানিয়াচং থানার এসআই গৌতম সরকারসহ সেনা ও পুলিশ সদস্যরা। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, দৈনিক মানব জমিন প্রতিনিধি মখলিছ মিয়া ও সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন।