মোঃ জসিম উদ্দিন
মোরার আজব রিতি
বিশ্বাসী মুই বিশ্বাস করি
হোক সে মোর ক্ষতি।
চিলে মোর কান নিয়েছে
ছুড়ছি আনবো বলে
চাঁদে বসে মানুষ ডাকে
বলছি কেলিয়ে কেলে।
সচেতন ভাব খানা মোর
কেতন উড়াই কত
শতের দলে আছি আমি
করবো না শির নত
আমি নাকি মূর্খ গন্ড
আবুল আমায় বলে
চাঁদে আমিই দেখি তারে
স্বপ্নে বারে বারে।
গুজব গজব সব বুঝি মুই
কেউ বুঝেনা বেশী
বেশী কথায় দেখাই আমি
উচু বুক আর পেশী।
সব ধর্মেই গুরু আমি
আমায় বুঝাতে চাও
কি জানিনা সব জানি মুই
বিড়ালের ছয় পাও।
কলেরা গেল ফ্ল্যাগ গেল
গেল কত ডেঙ্গু
মিছিল করে তাড়িয়ে দিয়ে
বিলিয়েছি তবারক সিন্নি
ভয় করনা করোনা টরুনা
বলি মিথ্যা গুজব
তবুও কিছু আবুল বলছে
আমি নাকি আজব।
আবুল বলে বুঝবি তখন
যখন আসবে করোনা
ঘাড়টি ধরে বলবে তখন
কে আছে তোর ডাক না।