বিশ^বাসীর অনিষ্ঠর বাহক ভাইরাস করোনা
পরিত্রাণের কোন উপায় নেই আজ কোন মানুষের জানা।
মৃত্যুর পথে তুমি ঢালছ মোদের খুব অনায়াসে
প্রবাস জীবন আজ হুমকিস্বরূপ তাদের নিজ গৃহবাসে।
অভিশপ্ত এ রোগ নিচ্ছে কেড়ে বহু তাজা প্রাণ
জনসচেতনতাই বর্তমান সময়ে করোনার একমাত্র সমাধান।
শুনতে কেবল একটি শব্দ করোনা
এর ভয়াবহতা আজ থাকছে না মৃত্যুর কোন সীমানা।
নানা অখাদ্যই হয়তো আজ নিচ্ছে তোমার প্রাণ
সচেতনতার অভাবেই মিলছে না তোমাদের মুক্তি পরিত্রাণ।
আন্তরিক সমবেদনা ছাড়া কিছুই আমার কাছে নেই
তবু ব্যথা প্রশমিত হওয়ার লক্ষ্যে স্বান্তনা দেই।
জানিনা থাকবে কি-না এ করোনা
যতদিন থাকবে মোদের নিঃশ^াস,
তবু নিত্যদিনের চিন্তায় একটি শব্দ করোনা ভাইরাস।

শেখ মাইশা আহমেদ
৮ম শ্রেণি, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়