মানসিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য শহরের সচেতন নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন তাসনুভা শামীম ফাউন্ডেশনের চেয়ারম্যান আয়ারল্যান্ড প্রবাসী সাগর আহমেদ শামীম। গত ডিসেম্বর মাসে তিনি দেশে এসে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে হবিগঞ্জ শহরের মানসিক প্রতিবন্ধীদের একটি তালিকা করে তাদের মাঝে প্রতিদিন খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন। তিনি কর্মস্থলে ফিরে যাওয়ায় বর্তমানে কার্যক্রমটি ফাউন্ডেশনের প্রতিনিধি স্কুল পড়–য়া সানি ও জামাল মানসিক প্রতিবন্ধীদের মাঝে নিয়মিত খাবার পৌঁছে দেন। প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবার যেমন- গরুর মাংস, মুরগির মাংস, শাক-সবজি ইত্যাদি রান্না করে মানসিক প্রতিবন্ধীদের মাঝে পৌঁছে দেয়া হয়।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে সাগর আহমেদ শামীম চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার পৌরসভার আবর্জনা থেকে কুড়িয়ে ময়লাযুক্ত খাবার খেতে দেখে এক মহিলাকে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসেন। এভাবে তিনি হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ৮ জন মানসিক প্রতিবন্ধীকে খোঁজে বের করে প্রতিদিন তাদের কাছে রান্না করা খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন। মানসিক প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সচেতন নাগরিকদের পাশাপাশি সরকারি দায়িত্বশীলদের প্রতি আহবান জানিয়েছেন তিনি। সরকারের সহযোগিতা পেলে তিনি মানসিক প্রতিবন্ধীদের জন্য একটি স্থায়ী পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি