অভিযানের পূর্বে প্রতিটি অবৈধ স্থাপনার বিদ্যুত ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে

ভাঙ্গা পড়বে নবীগঞ্জের নূরাণী মার্কেটসহ অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান
মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের শাখা বরাক নদী দখল করে নির্মাণ করা বাসা-ব্যবসা প্রতিষ্ঠানসহ সব ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে শীঘ্রই। উচ্ছেদ অভিযানের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী ৬ মার্চ থেকে অভিযান শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন জানান, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড, নবীগঞ্জ ভূমি অফিস ও পৌরসভার সার্ভেয়াররা সরেজমিনে দখলদারদের নাম তালিকাভূক্ত করে বিভিন্ন বাসা-মার্কেটে লাল কালি দ্বারা চিহ্নিত করেছেন। এর মধ্যে শহরের নূরাণী মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উচ্ছেদ অভিযানকালে যাতে কোন দুর্ঘটনা না ঘটে সেজন্য বিদ্যুত ও গ্যাস অফিসের কর্মচারিদের দিয়ে প্রথমেই সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরে উচ্ছেদ অভিযান শুরু হবে। যতদিনই সময়ই লাগুকনা কেন নবীগঞ্জ শাখা বরাক নদীর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।