মাধবপুরে বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, জাতিসংঘের ঘোষণা অনুযায়ী টেকসই উন্নয়নের লক্ষ্যে মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে। সেজন্য বর্তমান সরকার তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানমনস্ক শিক্ষার জন্য দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার উপকরণ স্থাপন করছে। ছাত্র-ছাত্রীদের জন্য কোটি কোটি বই বিনামূল্যে বিতরণ করে যাচ্ছে। সরকারের ইচ্ছা কারিগরি শিক্ষায় ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। শুক্রবার বিকেলে মাধবপুর উপজেলার বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাব্বির হোসেন বেলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর নূর, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পারুল আহমেদ, সাবেক সভাপতি আব্দুল হাই, চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, হরষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, শিক্ষক ফারুক আহমেদ, প্রকৌশলী প্রদীপ কুমার সরকার ।
প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হবে।