রুনা আক্তার স্বপ্না
এক আকাশ সুখ চাই না আমি, চাই না প্রেমের উত্তাল তরঙ্গে ঢেউহীন ডানা ঝাপটাতে;
তৃষ্ণার্ত তিমিরে ভালোবাসার নির্মল বর্ষণে আমি আকণ্ঠ ভিজতে চাই।
বুকের পাঁজরে আটকে পড়া দীর্ঘশ্বাস গুলো থেকে চিরতরে মুক্তি চাই;
অসহ্য যন্ত্রণারাশি পেঁজা তুলার মতো অশ্রুজলে ভাসিয়ে দিতে চাই;
আমি আকুল হয়ে তোমার বুকে মাথা রেখে অঝোর ধারায় কাঁদতে চাই।
নিঝুম ধরিত্রী জুড়ে ক্লান্ত শরীর এলিয়ে স্বপ্ন বিহীন এক সুদীর্ঘ কালের ঘুম চাই;
সময়ের অবিরল ধারায় সাবলীল ভালোবাসাময় বর্ণীল একটা জীবন চাই।
নিশ্চিন্ত আশ্বাসের বাতায়ন খোলা হাওয়ায় ভাষাহীন অনুভবে মাতাল হতে চাই;
বিশ্বাস আর ভরসার একটুকরো ছায়াপথে অন্তরের বিভূষিতা করতে চাই।
স্বপ্ননেশায় খোলা চোখে নিস্তব্ধ নিশিতে চাঁদের আলোয় স্নান করতে চাই,
দ্রোহ-বিদ্রোহহীন প্রসারিত প্রাণালোকে একটা প্রেমের ছোট্ট কুটির চাই।
অফুরন্ত সম্ভাবনা নয়, সত্য সুন্দরের নিশ্চিত শান্তির একটুকরো জীবন চাই;
তুমি কী দেবে আমায় সান্তনার একদন্ড শান্তি? নিষ্কণ্টক ভালোবাসার নির্মল একটি ছায়ানীড়?