স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস সংক্রমণ থেকে আরোগ্য লাভের পর হবিগঞ্জে ফিরেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও তাঁর সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।
আইসোলেশনে থাকার পর গতকাল শনিবার রাতে তাঁরা হবিগঞ্জের বাসায় ফিরেছেন। তাঁদের রোগমুক্তি কামনায় দেশ ও দেশের বাইরে দোয়া-প্রার্থনা করায় তাঁরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে ফলোআপ রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ আসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে গত ১১ জুলাই ন্যাম ভবনের বাসায় ফিরেন তাঁরা।
এমপি আবু জাহির জাতীয় সংসদে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আগে ১ জুলাই নমুনা দিয়েছিলেন। পরদিন তিনি করোনা পজেটিভ হয়েছেন বলে সংসদ থেকে জানানো হয়। দুইদিন পর সংসদ সদস্যের সহধর্মিনী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তারও করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছিলেন।
এরপর এমপি আবু জাহির ও তাঁর সহধর্মিনীর সুস্থতা কামনায় দেশ ও দেশের বাইরে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও তাঁদের জন্য প্রার্থনা করা হয়েছে।
এমপি আবু জাহির বলেন, আমি ও আমার সহধর্মিনীর রোগমুক্তি কামনায় সবাই যেভাবে ভালবাসা দেখিয়েছেন- এই ভালবাসার বিপরীতে প্রতিদান দিয়ে শেষ করা যাবে না। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানাই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com