স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাসার মালিক বেনু মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বেনু মিয়া উপজেলার জগদীশপুর ইউনিয়নের বড়ধুলিয়া গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়- যমুনা স্পিনিং মিলের কর্মচারী জনৈক মহিলা (৩৪) বড়ধুলিয়া গ্রামের বেনু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। এ সুযোগে বিভিন্ন সময় ভাড়া উত্তোলনের অজুহাতে বাসায় গিয়ে ওই মহিলাকে কুপ্রস্তাব দিতেন বেনু মিয়া। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাসার ভাড়া আনার জন্য ওই বাসায় যান বেনু মিয়া। তিনি বাসায় ওই মহিলাকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তাকে ঘরে আটকে রেখে বাহিরের দিকে দরজায় তালা দিয়ে চলে যান। এক পর্যায়ে ওই মহিলার শোর চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তালা ভেঙ্গে তাকে উদ্ধার করেন। এ ব্যাপারে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করলে এস.আই মিজানুর রহমান সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে বেনু মিয়াকে গ্রেফতার করেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লা আল মামুন জানান- এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com