স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নে সূর্যতরুণ ইউনাইটেড ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের শাকিরমোহাম্মদ বাজারে এক সভায় উক্ত কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মহিন তরফদার উজ্জলকে সভাপতি ও মোঃ মাহবুবুর রহমান জাহেদকে সাধারণ সম্পাদক করে ২১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- শাহিন তালুকদার সিনিয়র সহসভাপতি, রায়হান তালুকদার সহসভাপতি, জিয়া উদ্দিন মাসুম যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রউফ সাংগঠনিক সম্পাদক, এইচ কে জনু আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক, জালাল আহমেদ সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, আব্দুর রহিম তালুকদার কোষাধ্যক্ষ।
সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেন- উক্ত সংগঠনটি অত্র ইউনিয়নের শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ড নিয়ে কাজ করবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com