চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাব এর ২০২৫ সালের নয়া কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দৈনিক আমার দেশ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাইফুল ইসলামকে সভাপতি ও দৈনিক খোলা কাগজ এর চুনারুঘাট প্রতিনিধি আঃ রাজ্জাক রাজুকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ কদ্দুছ আলী (করাঙ্গী নিউজ ডট কম), সহ-সভাপতি আব্দুর রউফ পাশা (দৈনিক কালের সমাজ), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জাহির মিয়া (দৈনিক পর্যবেক্ষণ), সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ ভূঁইয়া (হবিগঞ্জের আলো), সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খাঁন (দৈনিক আমার সংবাদ), অর্থ সম্পাদক দ্বীপ পাল চৌধুরী (ফ্রন্টিয়ার ডট কম), আইন, সংবিধান ও দপ্তর বিষয়ক সম্পাদক সাইফুর রহমান (প্রথম সেবা), প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক খাঁন (চুনারুঘাট নিউজ টোয়েন্টিফোর), সমাজকল্যাণ সম্পাদক সজল মিয়া (দৈনিক কালনেত্র), ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ (দৈনিক ভোরের আলো), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাঈম আজাদ (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা), পরিবেশ ও জলবায়ু সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (উন্মোচন), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল রাজি অনিক (ফ্রন্টিয়ার ডট কম), প্রবাস সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মনির সরকার (মুক্ত বাংলা), শ্রম বিষয়ক সাংবাদিকতা সম্পাদক বাবলু তন্তবায় (এসটি বাংলা টিভি), আন্তর্জাতিক সম্পাদক ফজরুল ইসলাম তালুকদার (ফ্রন্টিয়ার), সদস্য হোসাইন আলী রাজন (সংবাদ প্রতিক্ষণ), নজরুল ইসলাম (আমার দেশ প্রতিদিন), শাহ আলম স্বপন (উচ্চকণ্ঠ) ও ফজলুর রহমান রিয়াদ (দৈনিক হবিগঞ্জের আলো)।