স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ সাড়ে ৬ বছর পর কথিত মানবতা বিরোধী অপরাধে দায়েরকৃত মামলায় বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মধু মিয়া তালুকদার জামিনে মুক্তি পেয়ে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন। দীর্ঘদিন পর চেয়ারম্যানকে কাছে পেয়ে তাকে অনেকেই জড়িয়ে ধরে আবেগাপ্লুত হন। মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান মধু মিয়া তালুকদার। গতকাল সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে বেলা ২ টায় রতœা বাজারে পৌঁছলে তার স্বজনসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নৌকা দিয়ে তাকে নিজ গ্রাম বিথঙ্গল নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছার পর তাকে দেখার জন্য নিজ এলাকাসহ পার্শ্ববর্তী এলাকা কিশোরগঞ্জ জেলার লোকজন এসে ভীড় জমান। উপস্থিত জনতার ভালোবাসায় সিক্ত হন মধু মিয়া তালুকদার। পরে এলাকাবাসীর উদ্যোগে শোকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পূর্ব বক্তব্য রাখেন মধু মিয়া তালুকদার, তার ছোট ভাই মুরাদপুর ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আকাদ্দছ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা চান মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাজি সোরাব মিয়া (জসিম উদদীন), বীর মুক্তিযোদ্ধ আক্কল আলী, বিএনপি নেতা আউয়াল মিয়া প্রমূখ।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৫ মে তারাবীহ নামাজ শেষে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে আসলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com