সারা বিশ্বের ন্যায় হবিগঞ্জেও বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস ঃ সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’। এ উপলক্ষে বৃহস্পতিবার হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অফিস সহকারী মোঃ ফজলুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল বারী আউয়াল, সমিতির কোষাধ্যক্ষ ফণী ভূষন দাস, সমিতির সদস্য আশরাফ আলী খান, হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ ওয়াহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ দেব, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সমীর কুমার দেবনাথ, গাইনী মেডিকেল অফিসার শামা আনজুম কাশফি প্রমূখ।
অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয়, হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সপ্তাহে প্রতি শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা হতে বেলা ২টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা হয়। কিডনী ডায়ালাইসিস, আল্ট্রা, এক্সরেসহ অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা অত্যন্ত সূলভ মূল্যে ল্যাব এর সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাছাড়া খুব শীঘ্রই গাইনী বিভাগ চালু করা হবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তি