নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত বিএনপি নেতা আলহাজ¦ জি কে গউছ, শেখ সুজাত মিয়া ও তালহা চৌধুরীর ব্যানার-ফেস্টুন ছেঁড়া ও নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের আইদ উল্লাহর ছেলে শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন- নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের সাজ্জাদুর রহমানে ছেলে ইমরান আহমেদ রেজা (৩০), কাছন মিয়ার ছেলে জাহেদ আহমদ (২৬), বাউসা গ্রামের আজিজুর রহমান চৌধুরীর ছেলে মহিবুর রহমান চৌধুরী (৪৭), আউশকান্দি বাজার এলাকার নিকীল রঞ্জন ধরের ছেলে নিলয় ধর (২৫), জালালপুর গ্রামের মতচ্ছির খানের ছেলে রাফু খান (২৪), উমরপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শাহ তপু আহমেদ (২৬), আমুকোনা গ্রামের মাহমুদ চৌধুরীর ছেলে নাছিম চৌধুরী (২৫)।
মামলা সূত্রে জানা যায়- ২০২৩ সালের ২৩ অক্টোবর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্ত্ব¡রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত হবিগঞ্জ জেলা বিএনপির তৎকালীন যুগ্ম আহবায়ক জি কে গউছ, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া ও যুক্তরাজ্য বিএনপি নেতা তালহা চৌধুরীর ব্যানার-ফেস্টুন ছিড়তে যায় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ রেজাসহ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রদল নেতা তৌহিদ চৌধুরী, শাকিল আহমেদসহ কিছু নেতাকর্মী ব্যানার ফেস্টুন না ছেঁড়ার অনুরোধ করেন। কিন্তু ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা অনুরোধ প্রত্যাখ্যান করে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা চালায় এবং ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। ওই সময় বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনার ১১ মাসের মাথায় নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শাকিল আহমেদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন- অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রুজু করা হয়েছে।