গ্যারেজ মালিক ও চালকগণের সাথে মতবিনিময় সভায় মেয়র সেলিম

হবিগঞ্জ পৌর এলাকার যানজট নিরসনে অটোরিক্সাগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে বিশেষভাবে কাজ করছে হবিগঞ্জ পৌরসভা। এ কাজে অটোরিক্সা চালক, গ্যারেজ মালিকসহ সকলকে পৌরসভার সহযোগিতায় এগিয়ে আসতে হবে। শনিবার পৌর টাউন হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহবান জানান হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম। তিনি বলেন, শহরকে যানজটমুক্ত করতে চালকগণকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। যেখানে সেখানে পার্কিং করা হতে বিরত থেকে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করতে হবে। পৌরসভার পক্ষ হতে পার্কিংয়ের স্থান নির্ধারণ করে দেয়া হবে। মেয়র বলেন, আমরা শহরকে যানজটমুক্ত করতে এবং রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে দিনরাত কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন।
পৌর এলাকায় অটোরিক্সা চলাচলে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে অটোরিক্সা গ্যারেজ মালিক ও চালকগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। সভায় অটোরিক্সা পার্কিং ফি লাইসেন্স পেতে আবেদনকারীরা উপস্থিত ছিলেন। শুক্র ও শনিবার দুই দিনই আবেদনকারীদের যাচাই-বাচাই চলে। লাইসেন্স পেতে এ পর্যন্ত ১ হাজার ৬২১ জন আবেদন করেছেন। এর মধ্যে যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছেন ৬৪৫ জন। ১নং ওয়ার্ডে ২৩০ জনের মাঝে বাছাই হয়েছেন ৭২ জন, ২নং ওয়ার্ডে ২৬০ জনের মাঝে ১১৮ জন, ৩নং ওয়ার্ডে ২০২ জনের মাঝে ১০১ জন, ৪নং ওয়ার্ডে ২২০ জনের মাঝে ৯১ জন, ৫নং ওয়ার্ডে ৫৪ জনের মাঝে ৪ জন, ৬নং ওয়ার্ডে ১৩৫ জনের মাঝে ৪৮ জন, ৭নং ওয়ার্ডে ১২০ জনের মাঝে ৬৮ জন, ৮নং ওয়ার্ডে ১৮০ জনের মাঝে ৩১ জন এবং ৯নং ওয়ার্ডে ২২০ জনের মাঝে ১১২ জন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, শফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী। সভা পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। বিজ্ঞপ্তি