মুহিত সহ-সভাপতি, তছনু সম্পাদক, তৌহিদ যুগ্ম সম্পাদক, মুজাহিদ অর্থ সম্পাদক নির্বাচিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঐতিহ্যবাহী নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন জাঁকজমকপুর্ণ ভাবে বুধবার জেলা পরিষদ ডাক বাংলোতে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার ছিলেন ৪৪ জন, এর মধ্যে ৩জন দেশের বাহিরে থাকায় ৪১জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোট প্রয়োগ করেছেন। সকাল থেকে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ ছিল লক্ষনীয়। সভাপতি পদে এম.এ আহমদ আজাদ, এম.এ বাছিত, মুরাদ আহমেদ ও রাকিল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে এম.এ আহমদ আজাদ ও রাকিল হোসেন সমান ভোট পাওয়ায়, আগামী ৩১ ডিসেম্বর পুনরায় শুধু সভাপতি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সহ-সভাপতি পদে এম.এ মুহিত নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধী ছিলেন মোঃ আবু তালেব। সাধারন সম্পাদক পদে মহিবুর রহমান চৌধুরী তছনু নির্বাচিত হয়েছেন। তার সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে তৌহিদ চৌধুরী নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ নাবেদ মিয়া। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন যথাক্রমে সলিল বরণ দাশ, এস.আর চৌধুরী সেলিম, এটি.এম জাকিরুল ইসলাম, ফখরুল আহসান চৌধুরী, আশাহিদ আলী আশা, আনোয়ার হোসেন মিঠু। নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণী পেশার মানুষ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।
ভোট গ্রহন শেষে নবীগঞ্জ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম নির্বাচন কমিশনার মোঃ সরওয়ার শিকদার ও মোঃ শওকত আলীর যৌথ পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু, হবিগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, বাউশা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন। নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ, সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল দেব, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সৈয়দ খালেদুর রহমান খালেদ, নির্মলেন্দু দাশ রানা, রঙ্গলাল দাশ, হাবিবুর রহমান হাবিব, শাহ রিয়াজ নাদির সুমন প্রমুখ।