স্টাফ রিপোর্টার ॥ অদৃশ্য শক্তি করোনা ভাইরাস সংক্রমনে বিশ্ব আজ হিমসিম খাচ্ছে। এ ধরণের ঘটনা পৃথিবীতে এর আগে কখনো ঘটেনি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। প্রতদিন আক্রান্ত হচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ। ভয়াবহ এই সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্বচ্ছল মানুষের ক্ষুধার জ্বালা বুঝেন। সেজন্যই দেশের ৫০ লাখ পরিবারে পৌঁছে দিচ্ছেন অর্থ সহায়তা। অব্যাহত রেখেছেন সবধরণের সহযোগিতা। প্রতিদিনের ন্য্যায় বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলায় লস্করপুর ইউনিয়নে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণায় এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হবিগঞ্জেও দফায় দফায় সরকারি সহায়তা প্রদান করে যাচ্ছি। অব্যাহত রেখেছি ব্যক্তিগতভাবেও সাহয্য-সহযোগিতা। আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে রয়েছি এবং থাকবো। তবে মনে রাখতে হবে জীবন বাঁচানোর জন্যই জীবিকা। সরকারি নির্দেশনার অনুসরণে স্বাস্থ্যকে সুরক্ষিত রেখেই দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করতে হবে।
এর আগে লস্করপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ আলীর পক্ষ থেকে প্রায় ১ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি জেলা যুবলীগের উদ্যোগে তৈরী করা ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।