নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে চুরির ঘটনা প্রায়ই শোনা যাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়ি ঘরে হানা দিচ্ছে চোরের দল। সকাল বা রাতে যেকোন সময় শার্টারের তালা ভেঙ্গে ক্যাশ বাক্স সহ দোকানীদের মালামাল নিয়ে যায় তারা। এতে দিশেহারা ভুক্তভোগী ব্যবস্য প্রতিষ্ঠানগুলো। প্রায় দিনেই এমন চুরির ঘটনা ঘটলেও প্রশাসনিক ভাবে কোন ব্যবস্থা না নেওয়ায় ধরা ছোঁয়ার বাহিরে চোরেরা। এতে এখন আতঙ্ক বেড়েছে ব্যবসায়ী ও জন সাধারনের মাঝে। শহরে লকটাউনের ফলে সকাল থেকে ২টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলা থাকলেও সন্ধা হওয়ার সাথে সাথে নিরিবিলি পরিবেশ সৃষ্টি হয়। আর এ সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে মালামাল নিয়ে যায়। এসব চোরদের ধরতে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান জন সাধারন।