মোঃ আলাল নিয়া, নবীগঞ্জ থেকে :নবীগঞ্জ উপজেলা থেকে গত (২৩ এপিল) করোনা রোগীর নমুনা সংগ্রহের ১২ দিন পর করোনা শনাক্তের রিপোর্ট এসেছে। রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্যকর্মী (নার্স) ও ১ জন বরিশাল ফেরত শ্রমিক সহ ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ৩ দফায় নবীগঞ্জে এই পর্যন্ত ২জন স্বাস্থ্য কর্মীসহ সর্বমোট ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১টায় আসা রিপোর্টে ২ জনের করোনা পজীটিভের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই ২ জনের করোনা টেস্ট করা হয় ১২ দিন আগে। আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স (মহিলা) হিসেবে ওই দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন। আর অন্যজন ৪নং দীঘলবাঁক ইউনিয়নের মথুরাপুর গ্রামের বরিশাল ফেরত শ্রমিক বলে জানায় নবীগঞ্জ স্বাস্থ্য বিভাগ এদিকে নমুনা নেওয়ার ১২ দিন পর নার্সের নমুনা পজিটিভ আসায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন বলেন- দেশে করোনার প্রভাব শুরু হওয়ার পরপরই নবীগঞ্জ স্বাস্থ্যবিভাগ এই পর্যন্ত ২৬২ জন করোনা রোগীর নমুনা সংগ্রহে করে পাঠানো হলেও অনেক রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ স্বাস্থ্য কমপ্লেক্স নার্স করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন- তার সংস্পর্শে আসা স্বাস্থ্য কমপ্লেক্সের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।