নবীগঞ্জ প্রতিনিধি ॥ দিন দিন বাড়ছে হবিগঞ্জে করোনা রোগীর সংখ্যা। গত ১১ এপ্রিল প্রথম রোগী সনাক্তের পর গতকাল আরও ৫ জন সনাক্ত হয়। এর মধ্যে দিয়ে জেলায় এক চিকিৎসক, দুই নার্সসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৮ জন। অথচ গত ২৬ মার্চ থেকেই দেশের অন্যান্য জায়গার মতো হবিগঞ্জের নবীগঞ্জেও চলছে অঘোষিত লকডাউন। তবুও মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। রাস্তায় চলছে গণপরিবহন। আর তাদেরকে জ্বালানি দিয়ে সহায়তা করছে ফিলিং স্টেশনগুলো। অথচ গত ৯ এপ্রিল উপজেলা প্রশাসন ফিলিং স্টেশন কোন গণপরিবহনে জ্বালানি সরবরাহ করতে পারবে না জানিয়ে নির্বাহী আদেশ জারি করে। তবুও নবীগঞ্জ পৌরসভায় ও গণপরিবহনে জ্বালানি সরবরাহ চলছে। এতে করে উপজেলাজুড়ে বেড়েছে গণপরিবহনের সংখ্যা। বাড়ছে মানুষের যাতায়াতও। আর এতে বাড়ছে করোনার ঝুঁকি। তবে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান জানান, কৃষি কাজে ব্যবহৃত, রোগী ও প্রশাসনিক গাড়ি ছাড়া কাউকে গ্যাস দেয়া নিষেধ রয়েছে। রাস্তায় কোন গনপরিবহন দেখা গেলে আমরা কঠোর ব্যবস্থা নিবো।
উপজেলা কমিশনার (ভূমি) জানান, আমরা প্রতিটি স্টেশনের মিটার চেকিংয়ের আওতায় এনেছি ও নজরদারি করা হচ্ছে। জ্বালানি গণপরিবহনে সরবরাহ অবস্থায় পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।