রাজু সরকার ॥ বাহুবল বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা সালিশ বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান হয়েছে। এতে এলাকায় স্বস্তির ফিরেছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বাহুবল উপজেলা পরিষদ হলরুমে বাহুবলের প্রবীণ আলেম ও বিশিষ্ট সালিশ বিচারক মাওলানা আব্দুল বারী আনসারীর সভাপতিত্বে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভবিষ্যতে এ রকম অনাকাক্সিক্ষত ঘটনার সূত্রপাত যেন না ঘটে সেজন্য উভয়পক্ষকে আরও অধিকতর সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়। এছাড়া ভবিষ্যতে বাহুবল বাজারে এরকম অনাকাক্সিক্ষত ঘটনা ঘটালে উভয়পক্ষকে ৩ লাখ টাকা করে ৬ লাখ টাকা সালিশ বৈঠকে জমা দিতে হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এমন সিদ্ধান্তকে স্বাগত জানান সালিশ বৈঠকে উপস্থিত লোকজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।বৈঠকে উপস্থিত ছিলেন, বাহুবল-নবীগঞ্জের সাবেক এমপি শেখ সুজাত মিয়া, জামায়াত মনোনীত এমপি প্রার্থী শাহজাহান আলী, উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম, মিরপুরের ৮ গ্রাম নেতা আকাদ্দস মিয়া বাবুল, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আব্দুল হাই, বিএনপি নেতা ইমাম উদ্দিন সরকার, সামছুল আলম, এনামুল হক, আব্দুর রকিব, আব্দুল আহাদ কাজলসহ উপজেলার বিশিষ্ট সালিশ বিচারক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। বৈঠক শেষে মোনাজাত পরিচালনা করেন প্রবীণ আলেম ও বিশিষ্ট সালিশ বিচারক (বৈঠক সভাপতি) মাওলানা আব্দুল বারী আনসারী।
প্রসঙ্গ, গত ২৮ অক্টোবর রাতে বাহুবল বাজারে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে উপজেলার বড়ইউরি ও বাহুবল গ্রামবাসীর মধ্যে প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাহুবল বাজার রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয়পক্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।