‎রাজু সরকার ॥ বানিয়াচংয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাহুবলের আলফু মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আলফু মিয়া বাহুবল উপজেলার কচুয়াদি গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে। এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নিহত আলফু মিয়ার মা ছুরত বানু (৬০) ও স্ত্রী শিল্পী আক্তার (৩৪)।
‎জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৮ টার দিকে বানিয়াচংয়ের সুনামপুর গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে টমটম যোগে হবিগঞ্জের পথে মা ও স্ত্রীকে নিয়ে রওয়ানা হন আলফু মিয়া। তারা হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় পৌঁছামাত্রই পেঁছন থেকে একটি কাভার্ড ভ্যান তাদের বহনকারী টমটম গাড়িতে চাপা দেয়। এতে টমটমটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আলফু মিয়া, তার স্ত্রী শিল্পী আক্তার ও মা ছুরত বানু গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন আলফু মিয়া মারা যান। ‎ পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন আলফু মিয়া। তাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। হাসপাতালে চিকিৎসাধীন ছুরত বানু ও শিল্পী আক্তারের চিকিৎসা ব্যয় নির্বাহে সরকারসহ বিত্তশালীদের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন নিহত আলফু মিয়ার ভাই অটোরিক্সা চালক জালাল মিয়া।