নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে চোরাই সিএনজি অটোরিকশায় গ্যাস ভরতে এসে স্থানীয় জনতার হাতে আটক হলেন আন্ত:জেলা সিএনজি চোর চক্রের ৪ সদস্য। গত রবিবার দিবাগত রাত প্রায় দেড়টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সিলেটের ভোলাগঞ্জের আব্দুল মোতালিব এর ছেলে ফরহাদ মিয়া (১৯), কোম্পানিগঞ্জ থানার কুরনসগ্রামের হাবিবুর রহমান এর ছেলে আতিকুর রহমান (২৬) ও আব্দুল করিম এর ছেলে তোফায়েল আহমেদ (১৮) এবং বাদা মিয়ার ছেলে সোহেল আহমদ (৩৭)। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আরাফাত হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসে। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করে সোমবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান।
এ বিষয়ে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের কর্মরত মোঃ সোয়েব আহমেদ জানান, ঘটনার উল্লেখিত সময়ে চোরাইকৃত সিএনজি অটোরিকশায় চোরেরা গ্যাসভরে তাঁদের বিল পরিশোধ না করে নানা টালবাহানা শুরু করে। এক পর্যায়ে ৪ যুবকের আচরণ সন্দেহজনক হলে লক্ষ্য করে দেখা যায় সিএনজি গাড়ীটির নাম্বার প্লেটে ঘষামাজা করে গাড়ীর নাম্বার মেটানো। পরে তাদেরকে স্থানীয় জনতা আটক করলে তারা গাড়ীটি চুরি করে এনেছে বলে স্বীকার করে।

