স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলায় গুলনাহার (৪৫) নামে এক গৃহকর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে পিতা-পুত্রকে আটক করেছে। গতকাল সোমবার বিকেলে বহুলা গ্রামের মৃত গহর আলীর ছেলে জামাল মিয়ার দোকানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গ্রামের নুর আলীর স্ত্রী গুলনাহারকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, ওই সময় গুলনাহার বিভিন্ন বাসায় কাজ শেষে বাড়ি ফেরার পথে জামাল মিয়ার দোকানের কাছে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা জামাল মিয়া ও তার পুত্র জুসেল মিয়া তাকে ধরে নিয়ে দোকানে আটকে রাখে। পরে তার হাত পা বেঁধে অমানুসিক নির্যাতন চালায়। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই সময় পিতা-পুত্রকে আটক করা হয়। ওসি জানান, বিষয়টি দুঃখজনক। আটক দুইজনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

