
স্টাফ রিপোর্টার ॥ হাওরের সাথে মিশে আছে মানুষের জীবন, জীবিকা ও বাংলার আবহমান লোকজ সংস্কৃতির ঐতিহ্য। সেই ঐতিহ্যকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘শব্দকথা হাওর বিলাস-২০২৫’। শব্দকথা লেখক-পাঠক ফোরামের এই আয়োজন হাওরকেন্দ্রিক শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনের যাত্রা শুরু হয় হবিগঞ্জের কালারডুবা নৌকাঘাট থেকে। এরপর মিঠামইন, আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ের বিস্তৃত হাওর অঞ্চল এবং ঐতিহ্যবাহী বিথঙ্গল বড় আখড়া ও ঐতিহাসিক দিল্লির আখড়ায় সফর করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ভাটি বাংলার ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন শিল্পীরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com