
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক মনোভাব সহযোগে এগিয়ে গেলেই আসবে সফলতা। এসএসসি পরীক্ষা ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। যা তাদের কেবল উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করে না; বরং পুরো জীবনের ভিত্তি রচিত হয় এ ধাপে। সুতরাং শিক্ষার এ স্তরে বিপত্তি ও চ্যালেঞ্জ সঠিকভাবে মোকাবিলা করাটা বেশি গুরুত্বপূর্ণ। এজন্য শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সময়ের সঠিক ব্যবহার, গভীর মনোযোগ সহযোগে অধ্যয়ন করতে হবে। সময় ব্যবস্থাপনা তথা পরীক্ষার জন্য একটি উপযুক্ত সময়সূচী তৈরি, নিয়মিত অনুশীলন, দুর্বলতাসমূহ চিহ্নিত করে সেই বিষয়গুলোতে বেশি মনোযোগ দান ও সেক্ষেত্রে শিক্ষক ও জৈষ্ঠ্যশিক্ষার্থীদের পরামর্শ গ্রহণ করে সর্বদা ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় হবিগঞ্জ শহরের জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী আশানুরূপ ফলাফল করতে পারেননি এবং অকৃতকার্য হয়েছেন সে সকল শিক্ষার্থীদের উৎসাহ তথা আগামী পরীক্ষায় কিভাবে ভালো করা যায় সে সম্পর্কিত এক পরামর্শ ও অনুপ্রেরণামূলক সভায় এ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এসব কথা বলেন।
জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ ও এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ ও অনুপ্রেরণামূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মোতাব্বির হোসেন, সিনিয়র শিক্ষক শেখ মোঃ কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মোঃ নাঈম আহমেদ, প্রাক্তন শিক্ষার্থী শেখ মোঃ ওসমান গণি রুমি, সাইদুর রহমান সৌরভ, আরাফাত মাহমুদ রাহী, আবু নাসের মোঃ সামী প্রমূখ।
প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শতবর্ষের ঐতিহ্যে লালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে ব্যর্থ হন। গত সপ্তাহে এ নিয়ে শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ঠ ব্যক্তিদের নিয়ে এক মূল্যায়ন সভায় ভাইস চ্যান্সেলর ও এ স্কুলের প্রাক্তন ছাত্র প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার পূর্বে ব্যর্থ শিক্ষার্থীদের গল্প শুনার উপর গুরুত্ব দেন। যাতে তারা ব্যর্থতার গ্লানী মুছে সামনের দিকে এগুতে পারে। এ প্রেক্ষিতেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা একটি প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ।