মৌন মিছিল শেষে পথসভায় জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে হবিগঞ্জ শহরে মৌন মিছিল করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় জি কে গউছ বলেন- জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, আহত হয়েছেন, তারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। সেই প্রিয় ভাইদের স্মরণ করতেই বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেছে, মৌন মিছিলের কর্মসূচী পালন করছে। বিগত ১৭টি বছর আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করে রক্তাক্ত হয়েছি, মিথ্যা মামলায় আসামী হয়েছি, মাসের পর মাস বছরের পর বছর কারাভোগ করেছি। কিন্তু আমাদের মনোবল বিন্দুমাত্র ভেঙ্গে যায়নি। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে রাজপথে ছিলাম। জুলাই-আগস্টে শহীদদের লালিত স্বপ্ন বাস্তবায়নে আমরা এখনও রাজপথে আছি, রাজপথে থাকবো। দেশের মানুষকে সাথে নিয়ে আমরা আমাদের কাঙ্খিত লক্ষে পৌঁছে যাবো ইনশাআল্লাহ।
তিনি বলেন- দেশি-বিদেশী চক্রান্তকারীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে চক্রান্তকারীদের প্রতিহত করতে হবে।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জালাল আহমেদ, সফিকুর রহমান সিতু, জেলা ওলামা দলের আহ্বায়ক কারী কবির হোসেন প্রমূখ।