স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সংঘর্ষে আনমনু গ্রামের রিমন হত্যার ঘটনায় সাংবাদিকসহ ১৯১ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে আনমনু গ্রামের আব্দুল আওয়ালের পুত্র নিহতের বড় ভাই রাজন আহমেদ বিধু থানায় মামলাটি দায়ের করেন। নবীগঞ্জ থানার ওসি কামরুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক কাউন্সিলর আলাউদ্দিন, সাংবাদিক ছনি চৌধুরী, আব্দুর রউফ, নুরুজ্জামান তালুকদার, আহমদ ঠাকুর, তফিকুল ইসলাম, ইমন চৌধুরী, খসরু মিয়া, মাসুম আহমেদ, সাফি মিয়া, হামদু মিয়া, সুনর মিয়া, শেখ শিপন, খেলু মিয়া, আল আমিন তালুকদার, ইমন চৌধুরী। এছাড়াও মামলায় ২-৩ হাজার লোককে অজ্ঞাত আসামি করা হয়।
প্রসঙ্গত, গত ৭ জুলাই নবীগঞ্জে কয়েক গ্রামের সংঘর্ষে ২ জন নিহত হয়। এ ঘটনায় ভাংচুর ও লুটপাট, পুলিশ এসল্ট ও ফারুক নামে একজনের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে ৩টি মামলা দায়ের করা হয়।