হাসপাতালে ভর্তির সময় লেখা হয়েছে কেউ হৃদরোগ কেউ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সুইপার কলোনীর চোলাই মদপান করে ৪ জন মারা যাওয়ার খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তাদের মৃত্যুর বিষয়ে খোঁজ নিতে গিয়ে পাওয়া গেছে নানা তথ্য। যে ৪ জনের মৃত্যুর খবর এখন ভাইরাল তারা হলেন- হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারের একটি চায়ের দোকানের কর্মচারি অপু দাস (৩৭), চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্টের সেলুন ব্যবসায়ী রতন শীল (৫৫), একই এলাকার চা স্টল ব্যবসায়ী নিকুঞ্জ (৪৬) ও উমেদনগরের জাহাঙ্গীর (৫৫)।
স্থানীয়রা জানান, গত ১৬ জুলাই হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন সুইপার কলোনি থেকে কয়েকজন ব্যক্তি চোলাই মদ ক্রয় করেন। ওইদিনই তাদের মধ্যে উল্লেখিত ৪ জন মদের বিষক্রিয়ায় আক্রান্ত হন। তাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কেউ হৃদরোগ, কেউ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান জাহাঙ্গীর। ১৭ জুলাই তাকে দাফন করা হয়। এরপর অপু, রতন এবং নিকুঞ্জও মারা যান। তাদেরকে ১৭ জুলাই সৎকার করা হয়েছে। এদিকে উক্ত ঘটনার খবর পেয়ে শুক্রবার বিকেলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন শাহিনসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে- ওসি শাহাবুদ্দিন শাহিন বলেন, গত ১৬ এবং ১৭ জুলাই তারা মারা গেছেন। কিন্তু তারা মদ পান করে মারা গেছেন বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। তাদের কেউ হৃদরোগ এবং কেউ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ইতিমধ্যে তাদের দাফন ও সৎকারও পরিবার করে ফেলেছেন। মদ্যপান লেখা থাকলে আমরা নিশ্চয়ই পোস্ট মর্টেম করাতাম। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।