স্টাফ রিপোর্টার ॥ রিফা আক্তার (৩০) নামে চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, চেক ডিজঅনার মামলায় সাজা হওয়ার পরই সে পুলিশের গ্রেফতার এড়াতে পালিয়ে আত্মগোপন করে। গতকাল শুক্রবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়।