স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে অবৈধ ভাবে বন্য পাখি আটক ও বিক্রির দায়ে মোঃ মালু মিয়া নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে মাধবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার মনতলা বাজারে অভিযান চালিয়ে মালু মিয়ার কাছ থেকে দেশীয় ৩টি তিলাঘুঘু, ১০টি ঝুটি শালিক ও ২টি টিয়া পাখি জব্দ করেন। এসময় মালু মিয়াকে অবৈধ ভাবে দেশীয় পাখি আটক ও বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জগদীশপুর বিট অফিসার, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত পাখিগুলো সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। দন্ডিত মালু মিয়া উপজেলার মেরাশানি গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে।