
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুুল সুনাম এলাকায় এক শিক্ষিকার বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনে দুপুরে সংঘবদ্ধ চোরেরা তাহের মাস্টারের ভাড়াটিয়া রেল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিশু আক্তারের বাসার গ্রিল ও দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সাবেক কাউন্সিলর আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি দিলীপ কান্ত নাথ জানান- সিসি টিভি’র ফুটেজ দেখে চোরকে সনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com