স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নম্বরবিহীন মোটর সাইকেল, সিএনজি অটোরিকশা, টমটমসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে শহরের শায়েস্তানগর, সার্কিট হাউজ সেনাক্যাম্প ও থানার মোড়সহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী করা হয়। এ সময় অর্ধশতাধিক টমটম, সিএনজি, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন আটক করে মামলাসহ জরিমানা করা হয়।
জানা যায়, দেশের অস্থিতিশীলতার কারণে যাতে কোনো নাশকতা না ঘটে এ জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনী, পুলিশ, ট্রাফিক, বিআরটিএ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা জানান, অভিযান নিয়মিত চলবে। সবাইকে হেলমেট ও গাড়ির কাগজপত্র সাথে নিয়ে চলাচলের নির্দেশনা দেয়া হয়।