স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকারকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৯টায় থানা হলরুমে ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের সভাপতিত্বে ও এসআই প্রদীপ সরকারের পরিচালনায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হক, চৌধুরী বাজার ফাঁড়ির ইন্সপেক্টর বিশ^জিৎ, কোর্ট স্টেশন ফাঁড়ির ইন্সপেক্টরসহ সকল এসআই, এসএআই ও পুলিশ সদস্যবৃন্দ। সদর থানার ওসি কেএম শাহাবুদ্দিন শাহীন পুলিশের পক্ষ থেকে সজল সরকারকে ক্রেস্টসহ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকারকে ময়মনসিংহ রেঞ্জে বদলী করা হয়। বদলী জনিত বিদায় উপলক্ষে তাকে সংবর্ধনা দেয়া হয়।